শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ

নিজস্ব প্রতিবেদক : নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। এবার দলের সহ-অধিনায়কের দায়িত্ব  দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে বৈশ্বিক এই ইভেন্টে দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার। 

ব্হৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। 

এ ছাড়াও সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তৃতীয় স্থান অধিকার করে। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বাদ পড়ে খুলনা। 

বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ-খালেদ আহমেদ। প্রস্তুতির জন্য দুই পেসারকে পাঠাচ্ছে বিসিবি। বাংলাদেশের ম্যাচের আগে তারা দেশে ফিরবেন। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি

  • সর্বশেষ
  • জনপ্রিয়