শিরোনাম
◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল, সিলেট স্ট্রাইকার্সকে হারালো চিটাগাং কিংস

স্পোর্টস ডেস্ক : চিটাগাং কিংসের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে ছিলো না সিলেট স্ট্রাইকার্স। জাকের তোর দুর্দান্ত ব্যাটিংও করেছে। কিন্তু শেষ রক্ষা হলো না সিলেটের। চট্টগ্রামের করা ২০৩ রানের জবাবে শুরু থেকেই বিপাকে সিলেট স্ট্রাইকার্স। তবে এক পাশে জর্জ মানসে ও শেষদিকে জাকের আলি অনিকের ঝড় আফসোস বাড়াতে পারে সিলেটের ভক্তদের। ৩০ রানে হারা ম্যাচটা যে জিততেও পারতো স্বাগতিকরা।

টানা তিন ম্যাচে হারের পর টানা দুই জয়, তবে আজ (১৩ জানুয়ারি) আবারও পরাজিত দলে সিলেট। অন্যদিকে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ সহ এই নিয়ে টানা তিন জয় চিটাগাং কিংসের। ৪ ম্যাচে ৩ জয়ে তারা এখন পয়েন্ট টেবিলে উপরের দিকেই। চট্টগ্রাম ৬ উইকেটে ২০৩ রান করেছে গ্রাহাম ক্লার্কের ৩৩ বলে ৬০ ও উসমান খানের ৩৫ বলে ৫৩ রানে ভর করে। যেখানে শেষদিকে ক্যামিও ইনিংস খেলেছেন হায়দার আলি। ১৮ বলে তার অপরাজিত ৪২ রান। - ডেইলি ক্রিকেট

লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে সিলেট।প্রথম ১১ ওভারের মধ্যে উইকেট পড়েছে আরও একটি, দলীয় সংগ্রহ ৬৬।

জাকের আলি যখন ক্রিজে আসেন তখন ৫৭ বলে প্রয়োজন ১৪০ রান। জর্জ মানসেকে নিয়ে দারুণ এক জুটি এই কিপার ব্যাটারের। ২৭ বলের জুটিতে দুজনে তোলে ৬২ রান। ৩৭ বলে সমান চারটি করে চার, ছক্কায় মানসে ৫২ রান করে আউট হন। 

তবে প্রায় অসম্ভব লক্ষ্যের দিকে ছুটেও চেষ্টা চালান জাকের। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ৩ চার ৪ ছক্কায় ৪৭ রানে। ৮ উইকেটে ১৭৩ রানে থামে সিলেট। চিটাগাং কিংসের হয়ে সর্বোচ্চ ২৫ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ২ উইকেট শিকার আলিস আল ইসলামের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়