শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির এক ইনিংসে ৩৪৯ রান, ছক্কা ৩৭টি

স্পোর্টস ডেস্ক: এতোদিন গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের করা ৩৪৪ রান ছিলেঅ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত দেড় মাস ধরেই ছিলো স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। তবে চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তা ভেঙে দিলো ক্রুনাল পান্ডিয়ার দল বারোদা। প্রতিপক্ষ সিকিমকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো বারোদার ব্যাটাররা।

৫ উইকেটে বারোদার করা ৩৪৯ রানের জবাবে সিকিম করতে পেরেছে ৭ উইকেটে ৮৬ রান। হারের ব্যবধান ২৬৩ রানের। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড। - ডেইলি ক্রিকেট

আগে ব্যাট করে ৩৪৯ রান করার পথে বারোদার হয়ে তিন নম্বরে নামা ভানু পানিয়া ৬১ বলে ৫ চারের সাথে ১৫ ছক্কায় অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেন।

এ ছাড়া ১৬ বলে সমান ৪ টি করে চার, ছক্কায় ওপেনার শাশোয়াত রাওয়াত করেছেন ৪৩ রান। আরেক ওপেনার অভিমন্যুসিং রাজপুতের ব্যাটে ৪ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৫৩ রান। মিডল অর্ডারে শিভালিক শর্মা ১৭ বলে ৩ চার ৬ ছক্কায় ৫৫ ও ভি সোলাঙ্কি ১৬ বলে ২ চার ৬ ছক্কায় করেছেন ৫০ রান।

সব মিলিয়ে বারোদার ইনিংসে আসে ৩৪ ছক্কা। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তারা পেছনে ফেলেছে জিম্বাবুয়ের হাঁকানো ২৭ ছক্কার রেকর্ডকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়