শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের: ডেল স্টেইন

শামীম হাসান: দাপুটে জয় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। হেরেছে শুধু দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এ ম্যাচেও বাংলাদেশ যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ছাপ রেখেছিল। প্রোটিয়াদের কাছে বাংলাদেশ মাত্র ৪ রানে হারে।

গ্রুপ পর্বের পারফরম্যান্স বলছে এবারের আসরে বাংলাদেশের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা তারই ইঙ্গিত দেয়। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইনও তেমনটা মনে করেন। প্রোটিয়া পেসার মনে করেন, শুধু সেমিফাইনাল নয়, বাংলাদেশের ফাইনাল খেলার সামর্থ্য রয়েছে। এমনকি বাংলাদেশের শিরোপা জয়েরও সামর্থ্য আছে বলে সাবেক এ পেসার মনে করেন।

ডেল স্টেইন বলেন, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তখন তারা বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে। পিচ তাদের অনুকূলে, যদি কন্ডিশন বোলারদের সহায়তা করে আর ভাগ্য সহায় হয়... তাদের ফাস্ট বোলাররা সত্যিই ভালো করছে। স্পিনাররা তো সবসময় ভালো করছে।

ডেল স্টেইন আরো বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা এত ভালো খেলছে যে, তারা আইপিএল, সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। ওখান থেকে এসে ওরা যখন মেধা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে দলকে আরো সমৃদ্ধ করে তোলে। এখন বাংলাদেশ দলকে সবাই হুমকি হিসেবে দেখে। এখন তারা শুধু খেলার জন্য খেলে না, জয়ের জন্য খেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়