শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে জায়গা হয়নি সাক্কু-কায়সারের

কর্মীদের কাতারে সাক্কু-কায়সার

শাহাজাদা এমরান : গত ১৫ জুনের কুমিল্লা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। একই কারণে বহিষ্কার হয়েছেন  স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের  সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে। গত প্রায় এক মাস ধরে সমাবেশ সফল করতে দিনরাত এক করে প্রচারণা চালিয়েছেন পৃথকভাবে  সাক্কু-কায়সার।

শনিবার সকালে সম্মেলনস্থলে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাক্কু। তবে মঞ্চে উঠতে দেখা যায়নি তাকে। একই অবস্থা কায়সারেরও। এই দুই নেতাই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নিজ নিজ কর্মীদের কাতারে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থল টাউন হলের রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে নেতাকর্মীদের নিয়ে  অবস্থান করছেন সাক্কু। আর নিজাম উদ্দিন কায়সার ওই মঞ্চের কিছুটা দূরে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছেন।

সমাবেশের মাঠে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। হাজার হাজার নেতা-কর্মীকে গত চারদিন ধরে খাবার ও থাকার ব্যবস্থা করেছি। সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯ টায় টাউন হলে এসেছি। কর্মীদের সঙ্গে মাঠে আছি।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি বিএনপির রাজনীতি করি। কি পরিস্থিতিতে নির্বাচন করেছি সবাই জানেন।  দলকেও বিষয়টি জানিয়েছি।  সমাবেশস্থলে এসেছি বিএনপির কর্মী হিসেবে। বিএনপি আমার রক্তের  সঙ্গে মিশে আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়