শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:৪৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই: গোপালগঞ্জে পথসভায় ডা. শফিকুর রহমান 

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা দেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই। দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসব। ইনশাআল্লাহ, ফ্যাসিবাদী কায়দায় আর কেউ যেন দেশ চালাতে না পারে, আমরা সেই ব্যবস্থা করব।’
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের জনসভা শেষে ঢাকা ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
 
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ চিহ্নে দেয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট মানে আজাদী, আর না মানে গোলামী।’
  
পথসভা চলাকালে ডা. শফিকুর রহমান গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে প্রতীক তুলে দেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
 
রাত ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে উপস্থিতদের বিদায় জানান এবং সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়