শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১১:৩০ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পবিত্র আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের

মনিরুল ইসলাম: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, "তাজিয়া মিছিলের নামে শোক পালনের ক্ষেত্রে বিশৃঙ্খলা বা সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিছিল যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু যেন না ঘটে।"

রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন কালসির বেগুনটিলা ও বিহারি ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, আমরাও আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবো।”

এছাড়াও স্থানীয় জনগণের নানা সমস্যা শুনে আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পল্লবীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট, মাদক ব্যবসা ও বেহাল রাস্তার সমস্যায় তারা ভুগছেন। অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছেন, তাদের পুনর্বাসনেরও প্রয়োজন রয়েছে।”

তিনি জানান, বিএনপি পল্লবী ও রূপনগর এলাকায় নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে এবং সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী এবং যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়