শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাতের মাংস বিতরণের ছবি নিয়ে ট্রল, যা বললেন জুলকারনাইন সায়ের

বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, ‘হাসনাত আবদুল্লাহ ছেলেটার জন্ম ১৯৯৮ সালে। সেই হিসাবে তার বয়স দাঁড়ায় ২৭ বছর বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকরা এই বয়সী সন্তানদেরও নিজেদের ছায়ার তলে রাখতে চেষ্টা করেন। কিন্তু হাসনাতের বয়সী, এমনকি ওর থেকে কম বয়সী ছেলেমেয়েরা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার কঠোর এক স্বৈরশাসকে কেবল পদচ‍্যুতই করেনি বরং পুরো ক‍্যাবিনেটসহ দেশ ছেড়ে পালিয়ে যেতে একপ্রকারের বাধ্য করেছে।’

আজ মঙ্গলবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘এই ছেলেটা কয়েক দিন আগে ঈদের সময় তার এলাকার কিছু পরিবারে সৎ উদ্দেশ্য নিয়েই কোরবানির মাংস বিতরণ করেছে। তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাই সে করার চেষ্টা করেছে। আমি বেশ অবাক হয়ে দেখলাম- আমার বয়সী এবং আরো বয়স্ক অনেকেই কিভাবে ওর বৃষ্টিতে ভিজে মাংসকে বিতরণের ছবিকে নিয়ে ট্রল করেছেন। বিষয়টাকে একটা ঠাট্টা-তামাশাতে পরিণত করার চেষ্টা করেছেন।

তিনি আরও লেখেন, ‘আপনারা যদি কাউকে উৎসাহ দিতে না-ই পারেন, তবে অন্তত নিরুৎসাহিত করা থেকে বিরত থাকেন। ওদের অনেক সমস্যা হয়তো আছে, পরামর্শ দিয়ে সেসব শোধরানোও অসম্ভব কিছু নয়। কিন্তু যখন পজিটিভ কিছু করছে, বা করার চেষ্টা করছে, তখন অন্তত সেটাকেও বিতর্কিত করা বা ট্রল করা থেকে নিজেকে সংবরণ করুন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়