শিরোনাম
◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি  ◈ হাটহাজারিতে মাদ্রাসা অবমাননার অভিযোগ কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ শুরু ◈ সংবিধানের পরিবর্তন হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট ◈ গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার ◈ ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ প্রাথমিকের ছুটি কমছে, সাপ্তাহিক ছুটি থাকছে দুদিন ◈ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আনাসের রক্তে শরীর ভেসে গিয়েছিল, ট্রাইব্যুনালে মায়ের জবানবন্দি ◈ ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসকে ‘রোস্ট’ করেছে বিবিসি : গোলাম মাওলা রনি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। বিবিসি ড. ইউনূসকে ‘রোস্ট’ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া রনি মনে করেন, এই সফর ইউনূস ও বিএনপি উভয়কেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

রনি এক ভিডিও বক্তব্যে বলেন, ড. ইউনূস ব্রিটিশ রাজার কাছ থেকে সম্মাননা পেয়ে জাতিকে গর্বিত করলেও তার লন্ডন সফরের কিছু দিক প্রশ্নের জন্ম দিয়েছে।

বিশেষ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটি রাজনৈতিকভাবে সংবেদনশীল ছিল। তিনি বলেন, ‘এই বৈঠক ইউনূস ও বিএনপি উভয়ের জন্যই ক্ষতিকর হয়েছে।’

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে ড. ইউনূসকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন রনি।

রনি বলেন, পশ্চিমা দেশে ‘রোস্ট’ করার সংস্কৃতি আছে, যেখানে জনপ্রিয় ব্যক্তিদের কঠিন প্রশ্ন করে চেপে ধরা হয়।

ইউনূসের ক্ষেত্রে সেটিই হয়েছে। টিউলিপ সিদ্দিককে ঘিরে প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি—এসব বিষয় তাকে জবাব দিতে বাধ্য করে সংবাদমাধ্যমটি, যা তার ভাবমূর্তির জন্য ভালো কিছু আনেনি।

বিশ্ব মিডিয়ার রাজনৈতিক পক্ষপাতিত্বের কথাও উল্লেখ করেন রনি। তার মতে, আলজাজিরা যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তেমনি বিবিসি বাংলা ও বিবিসি ইন্ডিয়া আওয়ামী লীগ ও বিজেপির পক্ষে কাজ করে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিবিসি যদি ইউনূসের বিরুদ্ধে সক্রিয় হয়, তবে গ্রামীণ ব্যাংকসহ তার সব প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা বাড়বে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়