শিরোনাম
◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার  ◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরেছেন শাবানা,থাকছেন অন্তরালে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় ফিরেছেন। প্রায় পাঁচ বছর পর দেশে এলেও আলোচনায় আসেননি তিনি। গণমাধ্যম এড়িয়ে চলছেন, থাকছেনও নীরবে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজস্ব বাসায়। শাবানা না থাকলে এই বাড়ি বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকে।

২০২০ সালের আগে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঝেমধ্যেই দেশে আসলেও এবারও গণমাধ্যমে সরব হতে চাননি এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েক বছর আগে দেশে এসে তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চান। স্বামীও জানিয়েছিলেন প্রযোজনায় আগ্রহের কথা। তবে অনুকূল পরিবেশ না পেয়ে তখন দু’জনকেই ফিরে যেতে হয় যুক্তরাষ্ট্রে।

শাবানার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে তার প্রথম অভিনয়। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’ চলচ্চিত্রে, যেখানে নায়ক ছিলেন নাদিম। এরপর থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে শাবানা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা।

ক্যারিয়ারের সেরা সময়ে, প্রায় ২৫ বছর আগে তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে থাকেন। তবে সময়-সুযোগ পেলে মাঝে মাঝে বাংলাদেশে ফিরে আসেন।

এবারও পাঁচ বছর পর দেশে ফিরলেও শাবানা রয়েছেন সম্পূর্ণ অন্তরালে— আলোচনার আড়ালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়