শিরোনাম
◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড়

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪২ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনা মধ্যযুগীয় বর্ররতার সামিল : সাইফুল হক

মনিরুল ইসলাম : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,  সরকারের দূর্বলতা ও অকার্যকারীতার সুযোগে দেশকে আইয়েমে জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেবার চেষ্টা করছে।

তিনি রাজবাড়ীতে কথিত তৌহিদী জনতার নামে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্বিতীয় কোন নজির নেই।তিনি ধর্মের নামে এই ধরনের অধর্মের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মানুষদের সোচ্চার হবার আহবান জানান।

তিনি চট্টগ্রামের হাটহাজারী সহ দেশের নানা যায়গায়  ছড়িয়ে পড়া সংঘাত সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এইসব  নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। 

তিনি বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। আজ বিকালে পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

আজ রোববার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান  সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  সিকদার হারুন মাহমুদ,  স্বেচ্ছাসেবক বিভাগের সদস্য  আইয়ুব আলী, বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, ফায়েজুর রহমান মনির, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। 

সভার শুরুতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়