শিরোনাম
◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার  ◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি  ◈ হাটহাজারিতে মাদ্রাসা অবমাননার অভিযোগ কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ শুরু ◈ সংবিধানের পরিবর্তন হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে চন্দ্র-সূর্যগ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কারের গোপন সত্য

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে প্রচলিত রয়েছে নানা ধরনের কুসংস্কার। বিশেষজ্ঞদের মতে, এই কুসংস্কার ও ভুল ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

প্রচলিত কিছু ভুল ধারণার মধ্যে অন্যতম হলো, গ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা উচিত নয়। অনেক জায়গায় মানুষ মনে করে, গ্রহণের সময় খাবার গ্রহণ বা রান্না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে পদার্থবিজ্ঞানীরা এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন।

দ্বিতীয় ভুল ধারণা হলো, গর্ভবতী নারীরা গ্রহণের সময় বাইরে গেলে গর্ভের শিশুর শরীরে জন্মদাগ, হৃদপিণ্ডে ছিদ্র বা বিকলাঙ্গতা হতে পারে। এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তৃতীয় ভুল ধারণা হলো, গ্রহণের সময় ভ্রমণ করা বা বাইরে থাকা ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, সূর্য বা চাঁদের গ্রহণ চলাকালীন সময়ে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসৃত হয় না, তাই এ ধরনের ভয় অমূলক।

গ্রহণের পর গোসল করার প্রচলিত ধারণা সম্পর্কেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বলা হয়, গ্রহণের সময় যে ক্ষতিকর রশ্মি শরীরে লেগে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য গোসল করা হয়। কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

একই সঙ্গে, বিশেষ সতর্কতা অবলম্বন করে সূর্যগ্রহণ দেখার কুসংস্কারও রয়েছে। তবে পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরীন আহসান উল্লেখ করেছেন, শুধু গ্রহণের দিন নয়, সব সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রবিবার, ৭ সেপ্টেম্বর। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়