শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু।
শনিবার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে মেঘমল্লার বসু লিখেন, ‘শাহ পরাণের মাজারে শিন্নী বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে। কিন্তু তার প্রতিবাদ করলেই মুশকিল, ‘আওয়ামী বয়ান পুনরুৎপাদনের পাঁয়তারা’।’
তিনি লিখেন, শেখ হাসিনার অথরিটেরিয়ান ‘সন্ত্রাস দমন আইন’ ব্যবহার করে মানুষকে আটক করলে সেখানে ফ্যাসিবাদ দেখা যাবে না। যারা ৫ বছর ইউনূস চাই বলে গলা ফাটাল ইন্টেরিমের চরম ব্যর্থতার পর তাদের কাউকেই দায় নিতে হবে না। যারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মামলা খেল তারা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা হলেও তাদের আওয়ামী লীগের দোসর বলাও জাস্টিফায়েড হবে।
ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি লিখেন, দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন। ভালোই। চালায়ে যান। এইসব গা জোয়ারি বেশি দিন অবশ্য টিকে না।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। বাম গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত প্যানেল এটি। শেখ তাসনিম আফরোজ ইমিকে সহসভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে প্যানেলটি থেকে।