শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

"না" ভোটের প্রচারে জুলাই শহীদদের পরিবার নিরাপত্তাহীন বোধ করছে

মনিরুল ইসলাম : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সমাজের বিভিন্ন শক্তিশালী বলয় থেকে যেভাবে 'না' ভোটের প্রচারণা শুরু হয়েছে তাতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ইনসিকিরিটি ফিল করছেন। 

আজ মঙ্গলবার  সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাৎকালে তিনি এ শংকার কথা জানান।

এ সময় জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে আসন্ন গণভোটে ভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়।

কার্যক্রমের মধ্যে রয়েছে ' শহীদ পরিবারের পক্ষ থেকে প্রেস কফারেন্স, ঢাকায় সমাবেশ, অন্যান্য  বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের প্রচারপত্র বিলি, মাইকিল প্রভৃতি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, যাঁরা   জীবনের বিনিময়ে বাংলাদেশের জন্য একটি আলোকিত আগামী আনতে জীবন উৎসর্গ করেছেন তাঁরা জাতির চিরন্তন প্রেরণার উৎস।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এসময় উপস্থিত ছিলেন। 

জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামীন এর পিতা মো. মহিউদ্দিন, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির  হোসেন, শহীদ শাহরিয়ারের পিতা মো. আবদুল মতিন, শহীদ রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক, শহীদ আবদুল্লাহ'র ভাই মো. গাউছ উল্লাহ, শহীদ মোস্তাসির এর পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আব্দুল হান্নানের ছেলে সাইফ আহমেদ খান, শহীদ জোবায়ের এর পিতা মো. কামাল উদ্দিন, শহীদ ফাহমিন এর মাতা কাজী লুলুল মাখমিন, শহীদ নাইমার মাতা আইনুন নাহার, শহীদ সোহেলের স্ত্রী মরিয়ম খানম, এবং শহীদ মনিরের মেয়ে রুফাইদা ইসলাম চাঁদনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়