সালেহ্ বিপ্লব: [২] রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।
[৪] কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে রাজধানীসহ বিভিন্ন জেলায় কারফিউ শিথিল করা হচ্ছিলো।
[৫] সর্বশেষ শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা জেলা ও মহানগর, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিল থাকবে। দেশের অন্যান্য জেলার ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসক সিদ্ধান্ত নেবেন বলেও পুনরুল্লেখ করেছিলেন মন্ত্রী।
আপনার মতামত লিখুন :