রাশিদুল ইসলাম: মহানবী (সা:)র অবমাননা প্রতিরোধে পাকিস্তানে ধর্ম অবমাননা প্রতিরোধ আইন আরও কঠোর করা হল। বর্তমান আইনে ইসলাম ও মহানবী (সা:) অবমাননার অপরাধে ন্যূনতম ১০ বছর জেলের সাজা রয়েছে। সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পাকিস্তানের সংসদে বর্তমান সরকার আইনটি সংশোধন করে তাতে মহানবী (সা:) পরিবার-পরিজন-সঙ্গীদের অবমাননাকেও এর অন্তর্ভুক্ত করছে। এই ক্ষেত্রে ন্যূনতম সাজা হবে ১০ বছর জেল এবং ১০ লাখ রুপি জরিমানা। দি ওয়াল
আইন সংশোধনের এই প্রয়াস ঘিরে পাকিস্তানের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংখ্যালঘু সমাজ এবং মানবাধিকার রক্ষার সঙ্গে যুক্ত শিবিরে। পাকিস্তানে ধর্ম অবমাননা প্রতিরোধের চলতি আইনটি ইতিমধ্যেই ভয়ঙ্কর বলে চিহ্নিত হয়েছে। বহু ক্ষেত্রে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হিন্দু ও খ্রিস্টানদের ফাঁসানোর ঘটনা সামনে এসেছে। মানবাধিকার কর্মীদের বিরুদ্ধেও আইনটির অপপ্রয়োগের অভিযোগ রয়েছে পাক প্রশাসনের বিরুদ্ধে।
পাক সংসদের ডেপুটি স্পিকার জাহিদ আক্রাম দুরানি নয়া সংশোধনীকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সাংসদদের ধন্যবাদ দিয়েছেন। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর এশিয়ার ভারপ্রাপ্ত স্বরূপ ইজাজ বলেছেন, নয়া সংশোধনী ভয়ঙ্কর।
আপনার মতামত লিখুন :