শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ঘুম থেকে উঠে যে দোয়া পড়লে কবুল হয় ও গুনাহ মাফ হয়

ঘুম মহান আল্লাহ তা’য়ালার অশেষ নেয়ামতগুলোর মধ্যে একটি। এর মধ্যদিয়ে দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)।

এ ক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট দোয়াও রয়েছে, যা প্রায় সবারই জানা। খোদ রাসুল (সা.)-ও এটি পাঠ করতেন। হুযায়ফা ইবন ইয়ামান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুল (সা.) যখন শোয়ার ইচ্ছা করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

বাংলা: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহ্‌ইয়াইয়া। অর্থ: হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে আবারও জাগ্রত হবো। (সুনান আত তিরমিজি: হাদিস: ৩৪১৭; সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)

অন্যদিকে মহান রবের কাছে দোয়ার চেয়ে মর্যাদাবান আর কোনোকিছু নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- আল্লাহর কাছে দোয়া অপেক্ষা মর্যাদাবান আর কিছু নেই। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৩৭০)

খোদ রাসুলুল্লাহ (সা.)-ও বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করতেন। উম্মতদেরও মহান রবের নিকট দোয়া করার পদ্ধতি জানিয়েছেন তিনি। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। এরমধ্যে একটি হাদিসে রাতে ঘুম থেকে জেগে দোয়া করার বিষয়টিও রয়েছে।

উবাদা ইবনু সামিত (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি রাতে জেগে ওঠে নিচের দোয়াটি পড়ে এবং বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তবে তার দোয়া কবুল হয়। দোয়াটি হলো-

 إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ‏.‏ الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

বাংলা: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া-লাহুলহামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি, ওয়া-লা ইয়াহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া-লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহ্‌ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজ্য তাঁরই। যাবতীয় প্রশংসা তাঁরই। তিনই সবকিছুর উপরে শক্তিমান। যাবতীয় হামদ (প্রশংসা) আল্লাহরই জন্য, আল্লাহ্ তা’য়ালা পবিত্র, আল্লাহ্ ব্যতীত সত্য ইলাহ্ নেই। আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ব্যতীত।

অথবা (অন্য কোনো) দোয়া করে, তার দোয়া কবুল করা হয়। এরপর অজু করে (সালাত আদায় করলে) তার সালাত (নামাজ) কবুল করা হয়। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪১৪; সহিহ বুখারি, হাদিস: ১০৮৭)

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়