শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন, খুলে যাবে জীবনের প্রকৃত সুখের দরজা

মানুষের মন জোগানো কখনোই শেষ হয় না—আজ খুশি করলে কাল ভুলে যায়, আবার পরশু নতুন দাবি তোলে। কিন্তু আল্লাহ তাআলা কারও ওপর অবিচার করেন না। তার সন্তুষ্টির জন্য যে কাজ করে, তিনি তার অন্তরে এমন প্রশান্তি দান করেন, যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে অর্জন করা যায় না। কুরআন-হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট—

১. আল্লাহর সন্তুষ্টিতে রয়েছে প্রকৃত সাফল্য

আল্লাহকে সন্তুষ্ট করা হলো একজন মুমিনের জীবনের চূড়ান্ত গন্তব্য ও আত্মিক প্রশান্তির উৎস। আল্লাহ তাআলা বলেন—

وَ رِضۡوَانٌ مِّنَ اللّٰهِ اَكۡبَرُ ؕ

‘আল্লাহর সন্তুষ্টি— এটাই সর্বোচ্চ মহত্ত্ব ও সফলতা।’ (সুরা আত-তাওবা: আয়াত ৭২)

২. মানুষের সন্তুষ্টি লক্ষ্য না করে আল্লাহকে অনুসরণ

মুমিনের কাজ হলো স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা, মানুষের নয়। আল্লাহ তাআলা বলেন—

وَ اللّٰهُ وَ رَسُوۡلُهٗۤ اَحَقُّ اَنۡ یُّرۡضُوۡهُ اِنۡ كَانُوۡا مُؤۡمِنِیۡنَ

‘আর তারা যদি মুমিন হয়ে থাকে তবে কাউকে খুশি করতে চাইলে আল্লাহ ও তার রাসুলই এর সবচেয়ে বেশি হকদার।’ (সুরা আত-তাওবা: আয়াত ৬২)

৩. আল্লাহকে স্মরণেই হৃদয়ের প্রশান্তি

মানুষের প্রশংসা ও সন্তুষ্টি ক্ষণস্থায়ী—কিন্তু আল্লাহর স্মরণ ও সন্তুষ্টি স্থায়ী সুখের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন—

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

‘নিশ্চয় আল্লাহকে স্মরণেই হৃদয়ের শান্তি।’ (সুরা আর-রাআদ: আয়াত ২৮)

৪. আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যে সফলতা

কার খুশির জন্য কাজ করবেন— আল্লাহর নাকি মানুষের, বিষয়টি সুস্পষ্ট করে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنِ الْتَمَسَ رِضَاءَ اللَّهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ وَمَنِ الْتَمَسَ رِضَاءَ النَّاسِ بِسَخَطِ اللَّهِ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ

‘যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টি হলেও, মানুষের দুঃখ-কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি আশা করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে,  আল্লাহ তাআলা তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন।’ (তিরমিজি ২৪১৪)

৫. মানুষের মন রক্ষা করতে গিয়েও হারিয়ে যায় শান্তি

মানুষকে খুশি করতে গেলে আল্লাহর প্রশান্তি থেকে বঞ্চিত হতে হয়। মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করি, তা কখনোই কল্যাণ বয়ে আনে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنِ الْتَمَسَ رِضَا اللَّهِ بِسَخَطِ النَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرْضَى عَنْهُ النَّاسَ وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللَّهِ سَخِطَ اللَّهُ عَلَيْهِ وَأَسْخَطَ عَلَيْهِ النَّاسَ

‘যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার ওপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, তার ওপর আল্লাহও অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন।’ (ইবনে হিববান)

ভাবুন— মানুষকে খুশি করতে গেলে খুব কষ্ট হয়, কারণ সবাইকে খুশি করা অসম্ভব। কিন্তু আল্লাহকে খুশি করা খুব সহজ—সৎ পথে চললে, নামাজ পড়লে, সত্য বললে আল্লাহ খুশি হন। আর আল্লাহ খুশি হলে আপনার মনটা ফুলের মতো হালকা ও শান্ত হয়ে যায়।

মানুষের খুশি লাভের চেষ্টা জীবনকে ক্লান্ত ও ভারী করে দেয়। কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করলে হৃদয় হালকা হয়, আত্মা প্রশান্ত হয়, আর জীবন পায় প্রকৃত দিশা। আল্লাহ বলেন— তার সন্তুষ্টিই সর্বোচ্চ সফলতা। নবিজী (সা.) বলেন— যে আল্লাহকে খুশি রাখে, আল্লাহ তাকেই সম্মানিত করেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়