শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০২:৪২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৪, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর শিরোপা লাভ

মাসুদ আলম: [২] আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’ এ বাংলাদেশ নৌবাহিনী দল শিরোপা লাভ করেছে। নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা  বৃহস্পতিবার ঢাকায়  বানৌজা হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র-আইএসপিআর। 

[৩] পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩৭৬৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী দল ৩৬২১ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মো. সাজেদুল ইসলাম, এলএমই আজান প্রতিযোগিতায় ১ম এবং বাংলাদেশ নৌবাহিনীর ইবাদুর রহমান, পিও(মেড) ক্বিরাত প্রতিযোগিতায় ১ম হয়েছেন। এছাড়া ৫ টি গ্রুপে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী ও ২ টি গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী ১ম স্থান লাভ করে। 

[৪] উল্লেখ্য, গত ১২ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়