শিরোনাম
◈ সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্রসহ আটক, জিম্মি জেলেরা উদ্ধার ◈ কক্সবাজারে ফুটবল স্টেডিয়ামে দর্শকদের তাণ্ডব, ইউএনওসহ আহত ২০ (ভিডিও) ◈ বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. আব্দুল মঈন খান ◈ পাকিস্তা‌নের ‌শেহজাদ বল‌লেন, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো এতো ম্যাচ উইনার নেই  ◈ রাজধানীর তিন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৮ ◈ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত ◈ যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ তিন দাবি নিয়ে জাবির প্রো-ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক ◈ ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপের আহ্বান তারেক রহমানের ◈ এবার নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক পশ্চিমবঙ্গে!

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি-মুম্বাই হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ইমেইল করে এই হুমকি দেয়া হয়। হুমকি পাওয়ার পরই উভয় আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদন মতে, শুক্রবার প্রথমে দিল্লি হাইকোর্টকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপর একইভাবে মুম্বাই হাইকোর্টকেও হুমকি দেয়া হয়। এরপর উভয় আদালত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 খবরে বলা হয়, এজলাসে শুনানি শুরু হতেই বোমা হামলার হুমকি দিয়ে হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল পাঠানো হয়। হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারক ও বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুম থেকে বেরিয়ে যান আইনজীবীরাও।
 
খবর পেয়ে হাইকোর্ট চত্বরে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। পৌঁছেই আদালত চত্বরে তল্লাশি শুরু করে। একইভাবে মুম্বাই আদালত চত্বরেও তল্লাশি শুরু হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, ইমেইলের বিষয় হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর দুটোর পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে।
 
 পুলিশ আরও জানায়, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজা হচ্ছে। আপাতত দিল্লি ও মুম্বাই হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ। আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলকে সরে যেতে বলা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুর দল সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’ এর আগে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজকে (এমএএমসি) বোমা হামলার হুমকির ইমেইল দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়