শিরোনাম
◈ আকবরের সেঞ্চুরি কা‌জে আস‌লো না, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ১০ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দেশ   ◈ শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! (ভিডিও) ◈ ঢাবি ছাত্র সাম্যকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা দিয়েছে পুলিশ ◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় নতুন করে বিমান হামলায় নিহত ৭১, রেহাই পায়নি নবজাতক

গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গত তিন দিন যাবৎ ক্রমাগতভাবে উপত্যকাটির নিরীহ মানুষের ওপর বিমান থেকে বোমা বর্ষণ করে যাচ্ছে দেশটি। অনলাইন আল জাজিরা বলছে, বৃহস্পতিবার সকালে ইসরাইলের বিমান হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতকও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার ভোরে উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। 

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে যে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি বসতবাড়িকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমাংশের আস সুলতানে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি হামলা ক্রমান্বয়ে জোরদার করা হচ্ছে। যার প্রমাণ বৃহস্পতিবার ভোরের হামলা। ইসরাইলি বাহিনী একনাগারে ১১টি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। মধ্যগাজা থেকে আল জাজিরার নিজস্ব সংবাদদাতা তারেক আবু আজ্জম নিশ্চিত করেছেন যে, ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে নবজাতক শিশু ও নারীও রয়েছে। তিনি বলেছেন, ইসরাইল এবারের হামলায় নতুন একটি কৌশল নিয়েছে। অর্থাৎ তারা কোনো সতর্ক বার্তা না দিয়েই বেসামরিক নাগরিকদের আশ্রয় নেয়া ভবনগুলোতে হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস যুদ্ধের পর এ বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরাইল। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় গত মঙ্গলবার অতর্কিত হামলা শুরু করেছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। যাদের প্রায় ৭০ শতাংশই নারী এবং শিশু।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়