শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ১৭৯০ জন

কোভিড-১৯

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপর্যন্ত শনাক্ত হয়েছে সর্বমোট ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনসহ এপর্যন্ত মারা গেছেন, ২৯ হাজার ১৪৮জন।

এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ ৬৭৮ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। শনাক্তের হার দাড়িয়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ এপর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৯৬ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০দিন পরেই ১৮ মার্চ করোনায় সংক্রমিত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়