শিরোনাম
◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ১৭৯০ জন

কোভিড-১৯

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপর্যন্ত শনাক্ত হয়েছে সর্বমোট ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনসহ এপর্যন্ত মারা গেছেন, ২৯ হাজার ১৪৮জন।

এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ ৬৭৮ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। শনাক্তের হার দাড়িয়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ এপর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৯৬ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০দিন পরেই ১৮ মার্চ করোনায় সংক্রমিত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়