শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ১৭৯০ জন

কোভিড-১৯

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপর্যন্ত শনাক্ত হয়েছে সর্বমোট ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনসহ এপর্যন্ত মারা গেছেন, ২৯ হাজার ১৪৮জন।

এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ ৬৭৮ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। শনাক্তের হার দাড়িয়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ এপর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৯৬ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮০৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০দিন পরেই ১৮ মার্চ করোনায় সংক্রমিত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়