শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ ও নারী ফুটবল কোচ কাবরেরা-বাটলারের মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভায় জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে সভাপতি ইংল্যান্ডে থাকায় সভায় যুক্ত হয়েছিলেন অনলাইনে। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পিটার বাটলারের সঙ্গে দু’বছরের জন্য নতুন চুক্তি নবায়ন করা হবে, আর হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি করা হবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন এবং অন্যান্য সদস্যরা তা সমর্থন করেন। চুক্তির আনুষ্ঠানিকতা খুব শিগগিরই সম্পন্ন হবে। 

এছাড়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং ফিফার আর্থিক জটিলতা শিগগিরই মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে জরুরি কমিটির সভায় কোচ নিয়োগের বিষয়টি নিয়ে নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য নাখোশ হয়েছেন, কারণ তারা মনে করেন, এ বিষয়ে আলোচনা নির্বাহী কমিটির সভায় হওয়া উচিত ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়