শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা পালিয়ে গেলেও নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি, সব নির্যাতনের বিচার হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি। আমরা আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের বলেছি রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে। কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দিইনি।

সুতরাং যারা এখন মনে করছেন, সামনে ষড়যন্ত্র করবেন—সে সময় আপনারা পাবেন না।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, তখন শেখ হাসিনা কারাগারে যেতে পারতেন। তিনি বিচারের মুখোমুখি হতে পারতেন।

সেটা না করে তিনি পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন তাদের আগেই বিদেশে পাঠিয়ে দেন। নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন। দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল।

সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এবারের নির্বাচন হবে উন্নয়ন ও স্থীতিশীল রাজনীতি কায়েম করার। এবারের নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

গণসমাবেশে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়