শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সাধনপুরে সড়ক দুর্ঘটনায় শেখেরখীলের একজনের পা বিছিন্ন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের এককাইত্তা পুকুর পাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে শেখেরখীল ইউনিয়নের মোহাম্মদ. হোসাইন (৪৮) এক ব্যক্তি গুরুতর আহত ও এক পা বিছিন্ন হয়ে গেছে। দুঘর্টনার পর গুরুতর আহত মোহাম্মদ হোসাইনকে স্থানীয়রা উদ্ধার করে পুকুরিয়ায় অবস্থিত বেসরকারি সিবি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এককাইত্তা পুকুর পাড় এলাকায় একটি সিএনজি ও অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী মো.হোসাইন(৪৭) এর পা আটকে গিয়ে বিছিন্ন হয়ে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত মোহাম্মদ হোছাইন (৪৭) শেখেরখীল এলাকার মো: আজু মিয়ার পুত্র এবং চট্টগ্রাম শহরে একটি ব্যাংকের কর্মচারী হিসাবে দায়িত্বরত বলে জানা যায়।

বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী বলেন,দুঘর্টনায় আহত মোহাম্মদ হোছাইন সিএনজির যাত্রী ছিলেন, সিএনজির সাথে মাইক্রোর সংঘর্ষ হলে এতে হোছাইনের এক পায়ে গুরুতর আঘাত লাগে বলে তিনি জানান। ঘটনায় পর  সিএনজির সাথে মাইক্রো গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

বাঁশখালীর একমাত্র সরু সড়কে মাত্রাতিরিক্ত গাড়ি চলাচল ও লাইসেন্স বিহীন চালকের কারণে প্রতিনিয়ত দুঘর্টনা সংঘটিত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়