শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তিনটি ম্যাচেই টাইগারদের কাছে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা। এবার সেই হারের প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো তারা।

যার সবশেষটি আজ চট্টগ্রামে। আগে ব্যাট করে ১৫১ রানে থামে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।  -- ডেই‌লি ক্রিকেট

রান তাড়ায় সফরকারীদের ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু। দ্রুত অ্যালিক অ্যাথানেজ ও ব্রান্ডন কিং ফিরলেও রানের চাকা সচল রাখেন তিনি। জাঙ্গুকে দারুণ সঙ্গ দিয়েছেন রোস্টন চেজ। ২৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করে ফেরেন জাঙ্গু।

ত‌বে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন চেজ। ৫০ রান করে ফেরেন তিনি। পরে ২৫ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় অগাস্টের ফিফটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তবে ৪ ওভারে রান দিয়েছেন ৪৩।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন তামিম। এছাড়া ২২ বলে ২৩ রান করেছেন সাইফ হাসান। বাকিরা তেমন কিছু করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়