শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-পাকিস্তান ১৬ ন‌ভেম্বর মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ ন‌ভেম্বর থে‌কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারের প্রতিযোগিতা হবে কাতারের দোহায়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-ওমান। তবে একদিন পরই আসল উত্তেজনা— ১৬ নভেম্বর মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এই প্রতিযোগিতা পরিচিত ছিল ‘এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ’ নামে। এবার নতুন নামে- এসিসি রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট। খেলা হবে সংক্ষিপ্ত সংস্করণে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ‘এ’ দলের সঙ্গে সহযোগী তিন দল—হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে তাদের মূল দল নিয়ে। --‌টি স্পোর্টস

‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও আমিরাত। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। সেমিফাইনাল ২১ নভেম্বর, আর ফাইনাল হবে ২৩ নভেম্বর।

সেপ্টেম্বরের এশিয়া কাপের পর আবারও দেখা যাবে ভারত-পাকিস্তানের ছেলেদের লড়াই। এশিয়া কাপে মাঠে ছিল না হাত মেলোনোর দৃশ্য। এমনকি ভারত দল ট্রফিও নেয়নি এসিসি প্রধান মহসিন নাকভির হাত থেকে—যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। 

বিতর্কে ঘেরা সেই অধ্যায়ের পর আবারও দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে ভারত যদি চ্যাম্পিয়ন হয়, ট্রফি নিয়ে আবারও কোনো জটিলতা তৈরি হবে না, সেটিও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

২০১৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন পর্যন্ত হয়েছে ছয়বার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে চ্যাম্পিয়ন, ভারত ও আফগানিস্তান একবার করে। সবশেষ সংস্করণে (২০২৪) ওমানে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তান সাত উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।


সূচি:

১৪ নভেম্বর — পাকিস্তান-ওমান, ভারত-ইউএই

১৫ নভেম্বর — বাংলাদেশ-হংকং, আফগানিস্তান-শ্রীলঙ্কা

১৬ নভেম্বর — ভারত-পাকিস্তান

২১ নভেম্বর — সেমিফাইনাল

২৩ নভেম্বর — ফাইনাল, দোহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়