শিরোনাম
◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প ◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্ত অভিনেত্রী মাহি

মাহি ভিজ

শিমুল চৌধুরী ধ্রুব: সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী মাহি ভিজ। ভাইরাসটি আগের থেকে এখন তুলনামূলক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলেও জানিয়েছন ‘বালিকা বধূ’ খ্যাত এই অভিনেত্রী। হিন্দুস্থান টাইমস, এই সময়

সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মাহি জানান, ভাইরাসটি আগের থেকে অনেক শক্তিশালী হওয়ায় এখন অনেক কষ্ট হচ্ছে তার। সন্তানদের নিরাপদে রাখার জন্য আপাতত তাদের থেকে দূরে থাকছেন তিনি। এতে কষ্ট বহুগুণে বেড়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইনস্টাগ্রামে দেয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমি করোনায় আক্রান্ত। চারদিন আগে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। জ্বরসহ অন্য লক্ষ্যণ থাকায় টেস্ট করিয়েছিলাম। অনেকে নিষেধ করেছিলেন। কেউ আবার সাধারণ জ্বর বলেছিলেন। আবার কেউ কেউ বলেছিলেন ঋতু পরিবর্তন হচ্ছে। এ জন্য জ্বর সবারই হচ্ছে। কিন্তু আমার বাড়িতে সন্তান রয়েছে। তাদের নিরাপত্তার কথা ভেবে টেস্ট করিয়েছিলাম। পরে দেখি করোনা পজিটিভি।’

করোনা শনাক্ত হওয়ার আগে দেহে কী কী লক্ষণ ছিল, সেসবও জানিয়েছেন মাহি ভিজ। তিনি বলেন, ‘আমার শরীর, হাত-পায়ে খুব ব্যথা ছিল। বিশেষ করে হাড়ে যন্ত্রণা হচ্ছিল। করোনা কিন্তু আরও খারাপ হয়ে উঠেছে। আমার কিছুদিন ধরে তীব্র শ্বাসকষ্ট ছিল। আগেরবার এমনটা হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়