শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিভোর্স নিয়ে নিজেদের ভাবনা জানালেন ঐশ্বরিয়া-অভিষেক 

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এই জুটি ২০০৭ সালে বিয়ে করেন। সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও দম্পতি সবসময়ই ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনতে অনাগ্রহী। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই, তবে ২০০৯ সালে ওপরা উইনফ্রের টক শোতে তারা বিবাহ ও বিচ্ছেদ সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, উপস্থাপক ওপ্রাকে দেয়া সেই বিশেষ সাক্ষাৎকারে তারা আলোচনা করেন ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও বিয়ের নানা গল্প। অভিষেক জানান কীভাবে তিনি ঐশ্বরিয়াকে প্রপোজ করেছিলেন। তিনি বলেন, নিউ ইয়র্কে শুটিংয়ের সময় আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতাম, কবে তার সঙ্গে থাকতে পারব। পরে একই ব্যালকনিতে নিয়ে গেলে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়।

ওপ্রা তাদের বিয়ের দিন গণমাধ্যমের বিশৃঙ্খলার একটি ভিডিও দেখিয়ে জানতে চান ভারতীয় বিয়েগুলো এত জাঁকজমকপূর্ণ কেন। অভিষেক বলেন, ভারতীয়রা উদযাপন ভালোবাসে, তাই বিয়েও কয়েক দিন ধরে চলে। ওপ্রা মজা করে বলেন, এত আয়োজনের পর বিচ্ছেদ করা নিশ্চয়ই কঠিন! তখনই ঐশ্বরিয়া উত্তর দেন, আমরা তো সে চিন্তাটাই মনে আসতে দিই না।

ওপ্রা পরে জানতে চান, বিয়ের পরও শ্বশুর–শাশুড়ির সঙ্গে থাকা ভারতীয় সংস্কৃতি কেমন। প্রশ্ন শুনে অভিষেক পাল্টা প্রশ্ন করেন ওপ্রা কি তার বাবা–মায়ের সঙ্গে থাকেন? না শুনে তিনি বলেন, তাহলে সেটা আপনার জন্য কীভাবে কাজ করে অর্থাৎ ভারতীয় পরিবার ব্যবস্থার ভিন্নতা তুলে ধরেন তিনি।

ঐশ্বরিয়ার রসিকতাপূর্ণ জবাবও আগেই আলোচনায় এসেছিল। ২০০৫ সালে ডেভিড লেটারম্যান শোতে তিনি ভারতীয়দের বাবা–মায়ের সঙ্গে থাকা নিয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন, ভারতে বাবা–মায়ের সঙ্গে থাকা খুবই স্বাভাবিক, কারণ আমাদের তো ডিনারের জন্য বাবা–মায়ের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া ও অভিষেক প্রথম একসঙ্গে কাজ করেন ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর আরও কিছু সিনেমায় কাজ করেন এই জুটি। ২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ের বচ্চন পরিবারে ‘প্রতীক্ষা’ নিবাসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে প্রায় ক্যামেরার সামনে আসেন এই জুটি।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়