কানাডায় ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৫ম মুসলিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) ইরানের সাতটি চলচ্চিত্র অংশ নেবে।
উৎসবের জন্য বাছাই করা ইরানি চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ছয়টি শর্ট ফিল্ম এবং গত দুই বছরে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত একটি ফিচার ফিল্ম। খবর বার্তা সংস্থা ইলনার।
আমির আব্বাস রাবেই পরিচালিত ‘আহমাদ’ ইরানের একমাত্র ফিচার ফিল্ম যা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। চলচ্চিত্রটিতে কেরমান প্রদেশে ২০০৩ সালের বাম ভূমিকম্পের প্রথম ১৮ ঘণ্টার অকথিত কাহিনী এবং প্রয়াত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কাজেমির একটি বীরত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, শর্ট ফিল্মগুলোর মধ্যে একটি মরিয়ম সামাদি পরিচালিত “অ্যা হাউজ নিয়ার দ্য সান’’। ১২ মিনিটের ফিল্মটি ২০২৩ সালের একটি প্রযোজনা। ছোট নাটকটিতে একজন দর্জিকে দেখানো হয়েছে, যে সিরিয়ার কুর্দিস্তানের কোবানে শহরে আইএসআইএস হামলার পর তার বাড়ি এবং দোকান ছেড়ে যেতে অস্বীকার করে। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :