শিরোনাম
◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক ◈ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ◈ একীভূতকরণে এগিয়েছে দুই ব্যাংক, এক্সিম ব্যাংক এখনও সময় চায় ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে ◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান ◈ দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:২১ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫১ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে পড়ছেন হাসিনা

ক্লাস করছেন হাসিনা খাতুন

শহীদুল ইসলাম: ঝিনাইদহের হাসিনা খাতুনকে বয়স বন্দি রাখতে পারেনি, শিক্ষার আলোয় আলোকিত হতে তিনি ৫১ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে ক্লাস করছেন। 

সূত্রে জানা যায়, অভাবের কারণে দ্রুত বিয়ে হয় হাসিনা খাতুনের। ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। ছেলে এখন গ্র্যাজুয়েট। ছোট বেলায় পড়াশোন করতে না পারায় হাসিনা খাতুন এখন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ক্লাস করছেন। বাড়ির কাজ শেষ করে প্রতিদিনই স্কুলে আসেন হাসিনা খাতুন এবং লেখাপড়ায়ও খুব মনোযোগী তিনি। 

হাসিনা জানান, পাশের বাড়ির এক পুত্রবধূর পরামর্শে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যান তিনি। তার লেখাপড়া করার ইচ্ছা দেখে শিক্ষকরা ভর্তি করে নেন তাকে। সহপাঠীরা তাকে কেউ দাদি আবার কেউ চাচি বলে ডাকে। অবসর সময় তাদের মাঝে মাঝে বিভিন্ন গল্প শোনান ও স্কুল ছুটি হলে একসঙ্গেই বাড়ি যান।

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা বেগম বলেন, হাসিনা খাতুনের লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। তার আগ্রহের ফলে তাকে ভর্তি নিয়েছি। সংসার সামলে নিয়মিত স্কুলে আসেন তিনি। শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়