সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় ফলাফলের বিষয়টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি সারাদেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। মোট আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৭৬ শতাংশ।
ফলাফল জানার উপায়: ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের এই www.dpe.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে ফলাফল।
এর আগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা শুরু থেকে নানা কারণে বিতর্কের মুখে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে চলে যায় এবং কেন্দ্র কন্ট্র্যাক্টের অভিযোগ জানান চাকরিপ্রার্থীরা।
এমনকি পরীক্ষায় জালিয়াতি ও ডিজিটাল নকলের অভিযোগ এনে প্রতিবাদ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভও করেন পরীক্ষার্থীদের একাংশ।