জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিনকে অবশেষে বদলি করা হয়েছে। এক দাপ্তরিক আদেশে তাকে জীবননগর থেকে প্রত্যাহার করে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও লিটন চন্দ্র দে-কে জীবননগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও আল-আমিনের প্রত্যাহারের খবরে জীবননগরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। বদলির খবরে অনেক এলাকায় আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে।
বিসিএস ৩৬তম ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ২৩ অক্টোবর ২০২৪ সালে জীবননগর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন দপ্তরে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, সম্প্রতি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনার দিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা ইউএনও আল-আমিনকে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছিলেন। ওই ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।