ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চারতলা থেকে নিচে লাফ দেওয়ায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এছাড়া মুহসীন হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১ শিক্ষাবর্ষের তানজীর আহমেদ এবং একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের একজন শিক্ষার্থীও নিচে লাফ দেয়ার সময় আহত হন।
স্যার এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্রও তছনছ হয়ে গেছে। আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভূমিকম্পের পর ১০৫ নাম্বারের কক্ষের সব জিনিসপত্র নিচে পড়ে গেছে। আমরা এসে দেখে চমকে গেছি।’
ভূমিকম্পের সময় বিভিন্ন হলের শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হন। তবে ফায়ার সার্ভিসের কাছে এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ইত্তেফাক