সকালে ৫.২ মাত্রার ভূমিকম্প পাকিস্তানে আঘাত হেনেছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এনডিটিভি জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে’ বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠিক ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ যা একটি মধ্যম মাত্রার ভূমিকম্প।
সূত্র: এনডিটিভি