শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: ফি ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আধুনিক ক্যাম্পাস সুবিধা এবং বিশ্বমানের শিক্ষক—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে উচ্চশিক্ষার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছে। তবে সেখানে আবেদন করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হলো উচ্চ আবেদন ফি। অনেক ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ৫০ থেকে ৯০ ডলার পর্যন্ত লাগে, যা অনেক শিক্ষার্থীর জন্যই আর্থিক চাপ তৈরি করে।

তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে—যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন ফি– ছাড়াই আবেদন করার সুযোগ দিয়ে থাকে। আজ আমরা বিনা আবেদন ফিতে আবেদনযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানবো। 

১. মধ্য-পশ্চিম ও পূর্বাঞ্চল

*ডেটন বিশ্ববিদ্যালয়—ওহাইও;

শিক্ষার মান, গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তার জন্য সুপরিচিত।

*লয়োলা বিশ্ববিদ্যালয় শিকাগো—ইলিনয়;

ব্যবসা ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আদর্শ।

*সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়—মিসৌরি;

বৈচিত্র্যময় প্রোগ্রাম ও আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য জনপ্রিয়।

*ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়—মিশিগান;

গবেষণায় শক্তিশালী ও শহুরে ক্যাম্পাসের জন্য পরিচিত।

*কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়—ওহাইও;

যুক্তরাষ্ট্রের অন্যতম উচ্চমানের গবেষণামূলক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্যবিজ্ঞানে বিখ্যাত।

২. উত্তর-পূর্বাঞ্চল

*স্মিথ কলেজ—ম্যাসাচুসেটস;

লিবারেল আর্টস শিক্ষার জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

*ওয়েলেসলি কলেজ—ম্যাসাচুসেটস;

নারীদের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম সারির কলেজ।

*ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়—কানেটিকাট;

প্রযুক্তি, ব্যবসা ও স্বাস্থ্যবিজ্ঞানে সাশ্রয়ী সুযোগ দেয়।

৩. দক্ষিণাঞ্চল

*টিউলেন বিশ্ববিদ্যালয়—লুইজিয়ানা;

গবেষণায় শক্তিশালী এবং দক্ষিণাঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

*ইস্টার্ন কেনটাকি বিশ্ববিদ্যালয় (ইইউকে)—কেনটাকি;

বাজেট-বান্ধব টিউশন ফি এবং সহজ আবেদন প্রক্রিয়ার জন্য পরিচিত।

৪. পশ্চিম ও অন্যান্য অঞ্চল

*বেলর বিশ্ববিদ্যালয়—টেক্সাস;

বিজ্ঞান, ব্যবসা ও আইন বিষয়ে উল্লেখযোগ্য সুনাম রয়েছে।

*ট্রাইন বিশ্ববিদ্যালয়—ইন্ডিয়ানা;

ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্রোগ্রামের জন্য জনপ্রিয়।

বিশ্বের শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয়ও মাঝে মাঝে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আবেদনকারী যেমন আর্থিকভাবে অস্বচ্ছল, আন্তর্জাতিক মেধাবী বা প্রাথমিক আবেদনকারীদের জন্য আবেদন ফি ছাড় দেয়। এর মধ্যে রয়েছে—

*ইয়েল বিশ্ববিদ্যালয়—কানেটিকাট;

*হার্ভার্ড বিশ্ববিদ্যালয়—ম্যাসাচুসেটস;

*স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়—ক্যালিফোর্নিয়া;

*ডিউক বিশ্ববিদ্যালয়—উত্তর ক্যারোলাইনা;

*শিকাগো বিশ্ববিদ্যালয়—ইলিনয়;

এই প্রতিষ্ঠানগুলোর ফি মওকুফ সাধারণত আবেদনকারীর আর্থিক যোগ্যতা বা মেধা যাচাইয়ের ভিত্তিতে দেওয়া হয়।

বিনা আবেদন ফিতে বড় সুবিধা--

*একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করা সহজ হয়;

*খরচ কমে যায়;

*পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ে;

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও বিস্তৃত হয়।

মেধাবি শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুবিধা মেধা বিকাশের অন্যতম সহায়ক হয়। ভবিষ্যতের দ্বার উন্মুক্ত হয়।
 উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়