শিরোনাম
◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ◈ ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের ◈ চালকের ঘুমে কেড়ে নিল প্রবাসী বাহারের পরিবারের ৭ প্রাণ, এলাকায় শোকের মাতম  ◈ ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ লিখেছিলেন প্রবাসী বাহার, ফিরে পেলেন স্বজনদের লাশ ◈ মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান ◈ মটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাতপরিচয় নারীর ◈ তুরাগ-উত্তরায় নীরব নৈরাজ্য: দখলবাজি, চাঁদাবাজি ও হরিলুট ◈ অমাবস্যা ও পূর্ণিমার জোয়ের প্রভাবে লোহালিয়ার বেরিবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ◈ কক্সবাজার সমুদ্রজল থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার ◈ বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১১:২১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপত্তির পর নিজামী-সাঈদী-সাকার ছবি সরাল ঢাবি প্রশাসন

বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীদের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবির আয়োজিত ‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামব না’ থেকে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ 'মানবতাবিরোধী অপরাধে' দণ্ডিত নেতাদের ছবি সরিয়েছে ঢাবি প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবির টিএসসিতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা চিত্র প্রদর্শনী শুরু করে ঢাবি শাখা শিবির। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটা বিভিন্ন অন্যায়, গুম, খুন এই চিত্র প্রদর্শনীতে স্থান পায়। এতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও।

এ নিয়ে বাম ছাত্র সংগঠন ও বাগছাস নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে এর প্রতিবাদে জানান এবং ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।

পরে তাদের দাবির মুখে সন্ধ্যা সাড়ে ৬টায় চিত্র প্রদর্শনীতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি শাখা শিবিরকে ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাবি ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ছাত্রশিবিরকে জানিয়ে এবং তাদের সম্মতিতেই ছবি সরানো হয়েছে।

এ সময় সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিবির সম্মতিক্রমেই ছবিগুলো সরানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা চাই না। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়