শিরোনাম
◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন ◈ বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক, দেশে ফিরবেন তারেক রহমান ◈ প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ◈ ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের ◈ চালকের ঘুমে কেড়ে নিল প্রবাসী বাহারের পরিবারের ৭ প্রাণ, এলাকায় শোকের মাতম 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

জাহিদ হাসান, মেলান্দহ প্রতিনিধি জামালপুর: জামালপুরের মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের সকল শ্রমিকরা একযুগে কর্মবিরতি দিয়েছে।৬ আগষ্ট সকাল থেকে তারা পৌরসভা কার্যালয়ের সামনে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মেলান্দহ পৌরসভার কন্জারভেন্সি ইন্সপেক্টর মো: শফিকুল কবিরকে বদলির প্রতিবাদে পৌরসভায় মাস্টার রোলে কর্মরত সকল চতুর্থ শ্রেণীর কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেছে।এর আগে তারা পৌরসভা কার্যালয় চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে মেলান্দহ বাজার এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেলান্দহ  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনেও কর্মবিরতি ঘোষণা দিয়ে অবস্থান কর্মবিরতির কর্মসূচি পালন করে। 

জানা যায়, ৫ আগষ্ট মেলান্দহ পৌরসভার কঞ্জার্ভেসি ইন্সপেক্টর মো: শফিকুল কবিরকে জামালপুর পৌরসভায় আকস্মিক বদলি করা হয়।ঘটনা জানাজানি হলে মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।মূলত শফিকুল কবিরের বদলির আদেশ ঠেকাতে তারা কর্মবিরতি ঘোষণা করে। কর্মবিরতি চলাকালে বক্তাব্য রাখে কান্তা রাণী, ভারতী,শ্রী লিটন, পূজা রাণী, শ্রী হাতুর, সাধন চন্দ্র,সূচিত্রা, কাঞ্চী রাণীসহ আরো অনেকে। 

 কর্মবিরতি কর্মসূচিতে হরিজন সম্প্রদায়ের পুরুষসহ নারী শ্রমিকরাও অংশ গ্রহণ করে।  তাদেরর দাবি কঞ্জার্ভেন্সী ইন্সপেক্টর শ্রমিকদের  সাথে খুব ভালো আচরণ করে এবং বিভিন্ন সময়ে বিপদ আপদে  সাহায্য করে।সব সময় পাশে থাকেন।আমরা তাকে আমাদের মাঝেই চাই।

এ ব্যাপারে মেলান্দহ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর  জানান পৌর কঞ্জার্ভেন্সী শফিকুল কবিরের বদলি জনিত কারণে তারা কর্মবিরতি ঘোষণা করে। এবং শফিকুলকে মেলান্দহ পৌরসভায় পূনবহাল রাখতে দাবি জনায়।আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়