শিরোনাম
◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন ◈ বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক, দেশে ফিরবেন তারেক রহমান ◈ প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ◈ ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের ◈ চালকের ঘুমে কেড়ে নিল প্রবাসী বাহারের পরিবারের ৭ প্রাণ, এলাকায় শোকের মাতম  ◈ ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ লিখেছিলেন প্রবাসী বাহার, ফিরে পেলেন স্বজনদের লাশ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় সমুদ্রে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া খুলনার কিশোর মিয়া সামাদ সিদ্দিকী (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার(৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে সাগরে তলিয়ে যান সামাদ। প্রায় কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতার পর দুপুর ২ ঘটিকায় সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা ছিলেন।তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।দলটি মঙ্গলবার স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে।পরদিন(আজ )সকালে সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে সামাদ গভীর পানিতে ডুবে যান।তার সঙ্গীরা তীরে উঠলেও তিনি আর ফিরে আসেননি।

ঘটনার পরপরই কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সমুদ্রে প্রায় ২ ঘণ্টা খোজার পরে সামাদের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুমান হাওলাদার জানান,ছেলেটি ডুবে যাওয়ার পর থেকেই পুলিশ,স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন মিলে সমুদ্রে খোজাখুজি করে,প্রায় ২ ঘণ্টা পরে ছেলেটির মরদেহ উদ্ধার হয়েছে।

ঘটনার বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন,আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ তার সঙ্গীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়