শিরোনাম
◈ বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি, ঝুঁকিপূর্ণ আগৈলঝাড়া ৫০ শয্যার হাসপাতাল ভবন ◈ বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়: তারেক রহমান ◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদনার ছায়া বুকে নিয়ে খুললো মাইলস্টোন কলেজ

ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত বুকে নিয়ে আজ সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

গত ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না। এর পরিবর্তে, শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পাবে, যাতে ধীরে ধীরে ট্রমা কাটিয়ে মানসিক স্বাভাবিকতা ফিরিয়ে আনা যায়।'

তিনি বলেন, '২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস শোকাচ্ছন্ন। এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে শিক্ষার্থীরা, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে আমরা ধীরে ধীরে আবার ক্লাসে ফিরব।'

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, নবম শ্রেণি থেকে ঊর্ধ্বতন শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী আজ সকালে ক্যাম্পাসে আসে এবং বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলে অংশ নেয়।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলেছে। অনেক অভিভাবকও এই দোয়ায় অংশ নিয়েছেন।'

এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় পরিচালিত একটি মেডিকেল ক্যাম্প ক্যাম্পাসে চালু রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সহায়তা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শিক্ষকরা কাউন্সেলিং সহায়তা দিচ্ছেন এবং যেসব শিক্ষার্থী ব্যক্তিগতভাবে কথা বলতে চায়, তাদের সেই সুযোগও দেওয়া হচ্ছে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন মারা গেছেন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এছাও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি  আজ সীমিত পরিসরে চালু হলো। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়