শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও ম‌্যান‌চেস্টার সি‌টির জয়

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে জোড়া গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড। ইংলিশ এই ফরোয়ার্ডের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করেছে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১০ জনের নাপোলিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন র‌্যাশফোর্ড। -- অলআউট স্পোর্টস

চোটের কারণে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৯টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৫টি। অন্যদিকে ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে নিউক্যাসল।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৮তম মিনিট পর্যন্ত। 

জুলস কুন্দের ক্রস থেকে হেডে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করেন র‌্যাশফোর্ড। ৬৭তম ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড। ৯০তম মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন অ্যান্টনি গর্ডন।

অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে নাপোলিকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২১তম মিনিটে অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নাপোলি।

এই সুযোগে ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়নদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করে পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু নাপোলির রক্ষণ দূর্গ ভেদ করতে ব্যর্থ হচ্ছিল তারা।

ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের জন্য ২৩টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৮টি। অন্যদিকে কেবল একটি শট নেওয়া নাপোলি সেটিই লক্ষ্যে রাখে।

টানা আক্রমণাত্মক ফুটবল খেলা সিটি দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা পায়। ৫৬তম মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বলে গোল করেন আর্লিং হলান্দ। এরই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন নরওয়ের এই গোলমেশিন। তিনি সময় নেন ৪৯ ম্যাচ। আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়। ৬২ ম্যাচে ৫০তম গোল করেছিলেন এই ডাচ ফুটবলার।

৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ডোকু। দিনের অন্য ম্যাচগুলোয় জয় পেয়েছে ক্লাব ব্রুজ, স্পোর্টিং লিসবন ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। কোপেনহেগেনে সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার লেভারকুজেন।

ঘরের মাঠে ফরাসি ক্লাব মোনোকাকে ৪-১ গোলে হারায় বেলজিয়ান ক্লাব ব্রুজ। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৪-১ গোলে হারায় পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা। আর তুর্কি চ্যাম্পিয়ন গালাতাসারাইকে ৫-১ গোলে বিধ্বস্ত জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়