শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন ৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন তফসিল ঘোষণা করেছে। 

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে। বিধিমালা অনুযায়ী এফবিসিসিআই পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং দুইজন সহ-সভাপতি থাকবেন।

তফসিল অনুযায়ী আগামী ২ জুলাই পর্যন্ত সদস্য চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধির তালিকা জমা দিতে হবে। ১৮ জুলাই প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা এবং ২৬ জুলাই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। প্রার্থীদের প্রাথমিক তালিকা ৮ আগস্ট প্রকাশিত হবে। যাচাই-বাছাই শেষে ১৪ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীতালিকা। ১৬ আগস্ট দুপুর ২টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়