শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:৪৮ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আ: হেকিম ওরফে টাক্কা (৩২) নামক একাধিক মাদক মামলার আসামী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সে উপজেলার উঃ ইউনিয়নের কল্যানপুর গ্রামে বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে আ: হেকিম ওরফে টাক্কা নিজ গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে যায়।

পরবর্তীতে টাক্কার পরকীয়ার প্রেমিক প্রবাসীর স্ত্রীর বসত ঘরে গভীর রাতে ঢুকলে প্রতিবেশীরা তাদের হাতেনাতে ধরে পুলিশের কাছে সোর্পদ করে। পরে মামলা দিয়ে আদালতে চালান করে পুলিশ। পরে সে জামিনে বের হয়ে আসে।

টাক্কাকে এলাকায় দেখলে পরকীয়ার কথা বলে লোকজন নানারকম কথা বলে। এ বিষয় নিয়ে বাকবিতন্ডা করলে কাজী সালেক নামক এক ব্যক্তিকে চড়-দাপ্পর দেয় টাক্কা। পরবর্তীতে এই ঘটনার জের ধরে গতকাল (১৭ মার্চ) শুক্রবার বিকালে এলাকায় আসলে কাজী সালেহসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টাক্কা উপর হামলা করে। এতে টাক্কা'র মাথা ও শরীরে  গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাতে সে মারা যায়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পরকিয়ার বিষয়কে কেন্দ্র করে এ সংর্ঘষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্হায় ঢাকা নেয়ার পথে সে মারা যায়। তার পরিবারের একজন আমাকে ফোন করে মারা যাওয়ার বিষয়টি জানিয়েছে। লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে তারা। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়