শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তির দুই হাতের কবজি কর্তন

হামলা

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের ধারালো দা'কোপে মো.ছিদ্দিক আহমদ(৫৫)নামে এক ব্যক্তিকে দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের ৮নংওয়ার্ড নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি নাজির পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।

আহত ছিদ্দিক আহমদের ছেলে ফরিদ আলম জানান,দুপুরে টেকনাফ থেকে সাবারাং মোটরসাইকেল যোগে মেয়ের বাড়িতে যাওয়ার পথে নাজির পাড়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপরে স্থানীয় ইউপি সদস্য এনাম মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছিদ্দিকের পথ গতিরোধ করে কিছুই বুঝে উঠার আগেই ধারালো দা দিয়ে কোপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা কবজি দুটো নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.নাসিম ইকবাল বলেন,দুই হাতের কবজি কাটা ও রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়।আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।তবে হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়