শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

মনিরুল ইসলাম: টানা দেড় দশকের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ভোটের উৎসব। বৃহস্পতিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সর্বত্র এখন একটাই আলোচনা, ‘ভোট আর ভোট’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একই দিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি আজ সকালে জাতীয় তিন নেতা ও শহীদ হাদীর কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৭৫ জন প্রার্থীকে শোকজ ও সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সামারি ট্রায়ালের মাধ্যমে ৭ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী মাঠে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যরা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম আজ বিকেল ৪টায় মহাখালী বৈশাখী টেলিভিশনের সামনে থেকে প্রচারণা শুরু করবেন।
ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বেলা ১১টায় শান্তিবাগে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। এছাড়া সারা দেশে নিজ নিজ সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরাও প্রচার কার্যক্রমে অংশ নেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৭১৮ জন। সারা দেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৮৯টি, যার মধ্যে ১৩টি অস্থায়ী কেন্দ্র। ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি এবং গোপন কক্ষের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ২০৮টি।

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ আসনে ১০ জন এবং বগুড়া–৬ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা–১৫ আসনে ৭ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনে ৮ জন প্রার্থীর সঙ্গে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা–৯ আসনে ১১ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ আসনে বিএনপির মির্জা আব্বাসসহ মোট ১০ জন প্রার্থীর বিপক্ষে লড়ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়