স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না। তবে এই খারাপ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় তুলে নিয়েছে কোচ স্লটের দল। বুধবার ফরাসি ক্লাব মার্সেইয়ের মাঠে গিয়ে ৩-০ গোলের জয় পায় অল রেডরা।
প্রথম হাফে যোগ করা সময়ে লিভারপুলকে এগিয়ে দেন সোবোসালাই। দ্বিতীয় হাফে প্রতিপক্ষ গোলকিপারের আত্মঘাতী গোল থেকে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন কোডি গাকপো। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লিভারপুল।
এদিকে আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে হারিয়েছে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসিকে হারিয়েছে। জয়ে পেয়েছে জুভেন্টাস ও নিউক্যাসল ইউনাইটেডও।