বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই আলোচনা আলোচনার কেন্দ্রে সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তার কয়েকটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার খোরাক জুগিয়েছে। এবার দ্বিতীয় দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে তার দল ১২ রানে হেরে যাওয়ার পর নতুন করে বিতর্ক উসকে দিলেন তিনি।
ম্যাচের পর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সিলেটের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। এর ঘণ্টাখানেক পর গাড়িতে বসে ফেসবুক লাইভে আসেন ফাহিম আল চৌধুরী। যেখানে তিনি অভিযোগ করেছেন, সিলেট টাইটানসের একজন ক্রিকেটার বেইমানি করার কারণে ফাইনালে যেতে পারেনি দলটি। তবে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করেননি ফাহিম।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটানসের সঙ্গে প্রতারণা করেছে।’
ফাহিম আল চৌধুরী যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সঙ্গে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারত, তার কত টাকা প্রয়োজন। তা দেয়া হয়ে যেত। এই সত্য আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দেব না, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
তার মতে, ‘আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সঙ্গে হার। যারা ম্যাচটা দেখেছেন, আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। এতটুকু আপনাদেরকে জানালাম এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে পুরোপুরি কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল, বেইমানী করা হয়েছে সিলেটের সঙ্গে।’
‘ফিক্সার’কে সহজে ছেড়ে দেবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে মানুষটা ভুল করে ফেলছে, সে ভুল জায়গায় হাত দিয়েছে। সে আমাদের সিলেটের আবেগের সঙ্গে হাত দিয়ে দিয়েছে। এই বিপিএল–টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। কিন্তু আমাদের সঙ্গে, আমাদের খেলোয়াড়রা সবাই কিন্তু আজকে ডিমোরালাইজড হয়ে গেছে। পুরা সিলেটের সিলেটের মানুষকে কান্না করানো হয়েছে বেইমানের কারণে। আমি কিন্তু তাকে এত সহজভাবে আমি তাকে ছাড় দেব না। ভালো থাকেন আপনারা।’ উৎস: চ্যানেল২৪ ও দেশ টিভি।