শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহুবলে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র উদ্ধার

ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি, বেরিয়ে আসে পরিচয়! 

নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র

কে. রাজ চৌধুরী, হবিগঞ্জ : জেলার বাহুবল থেকে ১২ দিন আগে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ছাত্ররা হলো, উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। তারা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।

চট্টগ্রাম ও বাহুবল থানা পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকাতে মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে।

এ সময় স্থানীয় এক ব্যাক্তি তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দেয়। তখন আল আমিনের মনে পরে এমনই এক নিখোঁজ সংবাদ তিনি কোন অনলাইন পত্রিকায় পড়েছেন।

বিষয়টি সাথে সাথে স্থানীয় থানায় জানান। তাৎক্ষণিক থানা পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। এবং ওই তিন ছাত্রকে উদ্ধারের বিষয়টি হবিগঞ্জের বাহুবল থানাকে অবগত করা হয়।

রাতেই বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। পরে তিন ছাত্রকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলে আমাদের সময় ডটকম কে নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়