শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহুবলে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র উদ্ধার

ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি, বেরিয়ে আসে পরিচয়! 

নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র

কে. রাজ চৌধুরী, হবিগঞ্জ : জেলার বাহুবল থেকে ১২ দিন আগে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ছাত্ররা হলো, উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। তারা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।

চট্টগ্রাম ও বাহুবল থানা পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকাতে মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে।

এ সময় স্থানীয় এক ব্যাক্তি তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দেয়। তখন আল আমিনের মনে পরে এমনই এক নিখোঁজ সংবাদ তিনি কোন অনলাইন পত্রিকায় পড়েছেন।

বিষয়টি সাথে সাথে স্থানীয় থানায় জানান। তাৎক্ষণিক থানা পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। এবং ওই তিন ছাত্রকে উদ্ধারের বিষয়টি হবিগঞ্জের বাহুবল থানাকে অবগত করা হয়।

রাতেই বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। পরে তিন ছাত্রকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে বলে আমাদের সময় ডটকম কে নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়