শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও শান্তির প্রতীক: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি’র বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীদের সঙ্গে নির্বাচনি জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। 

এ উপলক্ষে পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়। 

বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ পেয়েছে বলেও জানান তিনি। রুমিন ফারহানা বলেন, সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেয়া যাবে না। কারণ আমার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেয়া হয়নি।

নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নিশ্চিত করবে। তাই বহু বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার যে সুযোগ তা কোনোভাবেই হারাতে দেয়া যাবে না। 

তিনি আরও জানান, স্বাধীনতার ৫৫ বছর চললেও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন রুমিন ফারহানা।

অবহেলিত এসব জনপদে উন্নয়ন করার জন্য প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়