শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চলছে মারাত্মক জনবল সংকট। অফিসটিতে মোট পাঁচটি পদে কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন হিসাব সহকারী আবু হানিফ। জনবল সংকটের কারণে পুরো শিক্ষা অফিস কার্যত স্থবির হয়ে পড়েছে।

অফিস সূত্রে জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তিনটি এবং উচ্চমান সহকারী পদে একটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এককভাবে সব দায়িত্ব পালন করতে গিয়ে হিসাব সহকারী আবু হানিফ চরম শারীরিক ও মানসিক চাপে ভুগছেন বলে জানা গেছে।

বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতায় রয়েছে ২১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ১১টি ক্লাস্টারে বিভক্ত। প্রতিটি ক্লাস্টার মনিটরিং করার জন্য যেখানে ১১ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা, সেখানে আছেন মাত্র তিনজন। ফলে মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার গুণগত মানও প্রশ্নের মুখে পড়েছে।

প্রায় ১,৪০০ শিক্ষক এই অফিসের উপর নির্ভরশীল। তাদের বেতন-ভাতা, পেনশন ফাইল, চিকিৎসা ছুটি, মাতৃত্বকালীন ছুটি এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এখন প্রায় বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজাহারুল হুদা। তিনি বলেন,“জনবল সংকটের বিষয়টি আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি নবীনগর এসে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, “প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকট বিষয়ে জেলা উন্নয়ন কমিটির সভায় আলোচনা করা হয়েছে। বিষয়টি এবার আমরা লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।”

স্থানীয় শিক্ষকরা জানান, “জনবল সংকটের কারণে আমাদের নিয়মিত কাজ সম্পন্ন করা যাচ্ছে না। জরুরি কাগজপত্র জমা বা অনুমোদনের কাজ সপ্তাহের পর সপ্তাহ ধরে পড়ে থাকে।”

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনো পদগুলো পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষাবিদদের মতে, অবিলম্বে শূন্যপদ পূরণ না করলে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়